College Rules

ছাত্র-ছাত্রীদের জন্য জরুরী নির্দেশনাসমূহ…


* কলেজিয়েট : মোট অনুষ্ঠিত ক্লাসের মধ্যে কমপক্ষে ৭৫% উপস্থিতি থাকতে হবে।
* নন-কলেজিয়েট : মোট অনুষ্ঠিত ক্লাসের মধ্যে কমপক্ষে ৬০% উপস্থিতি থাকতে হবে।
* ব্যবহারিক ক্লাসে এবং সকল পরীক্ষায় ১০০% উপস্থিতি থাকতে হবে।
* ক্লাস বিরতিকালীন যেখানে সেখানে বসে থাকা বা ঘুরাফেরা না করে শিক্ষার্থীদেরকে লাইব্রেরী, কমনরুমে ও রুমে অবস্থান করতে হবে।
* পরিচয়পত্র নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করতে হবে এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কলেজ চলাকালী অবশ্যই তার পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।
* সাইকেল স্ট্যান্ড ব্যাতিত অন্যত্র সাইকেল রাখা যাবে না। সাইকেলের নিরাপত্তার জন্য প্রত্যেক সাইকেলে দুইটি করে তালা লাগানো এবং টোকেন সংগ্রহ নিশ্চিত করতে হবে।
* ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি নিশ্চিত করণের লক্ষ্যে কলেজের অভ্যন্তরীণ সকল পরীক্ষায় কমপক্ষে ৪৫% নম্বর পেতে হবে এবং ক্লাসে উপস্থিতি ৭৫% উপস্থিতি থাকতে হবে।
কলেজ ক্যাম্পাস রাজনীতি ও ধূমপানমুক্ত। কাজেই শ্লোগান, মিছিল, মিটিং ও সমাবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
* শিক্ষক-শিক্ষিকা, অফিস-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
* কলেজের সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কলেজ সামাজিক প্রতিষ্ঠান বিধায় এর সম্পদের কোনরূপ ক্ষতিসাধন করা যাবে না। ক্ষতিসাধন করলে উপযুক্ত আর্থিক জরিমানা প্রদান করতে হবে।
* কোন অভিযোগ থাকলে বিষয়টি অধ্যক্ষ বা উপাধ্যক্ষ মহোদয়কে অবহিত করতে হবে।
* নির্ধারিত ইউনিফর্ম ও পরিচয় পত্র ছাড়া কলেজের কোন কার্যক্রমে অনশগ্রহণ করা যাবে না।
* শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেদ।
* ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক। প্রতি ক্লাসে অনুপস্থিতির জন্য ৫/- (পাঁচ) টাকা হারে জরিমানা মাসিক বেতন প্রদানের সময় পরিশোধ করতে হবে।
* প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে বিলম্ব ফি ছাড়া পরিশোধ করতে হবে। অন্যথায় প্রতি মাসের জন্য ১০/- (দশ) টাক হারে জরিমানা প্রদান করতে হবে।
* মাসিক, সেমিষ্টার, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক। পরীক্ষার সময় সকল পাওনা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
* বার্ষিক/নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে পরবর্তী বর্ষ/শ্রেণীতে উত্তীর্ণ/দাখিলা ফরম কোনক্রমেই পূরণ করা যাবে না।
* বিষয় ভিত্তিক পাঠ্যসূচী অনুসরণ করতে হবে।