কলেজ পরিচিতি
ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে প্রায় ২ (দুই) একর জমির উপর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয়। জেলার সচেতন বিদ্যোৎসাহী নাগরিকগণের আগ্রহে শিক্ষিত সমাজ বিনির্মাণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার মানসে ১৯৬৫ সালে ব্রহ্মপুত্র বেষ্টিত এ জনপদে প্রতিষ্ঠিত হয় কলেজটি। সময়ের সিঁড়ি বেয়ে কলেজটি ৫৭ বছর ধরে এ অবহেলিত জনপদে শিক্ষার আলোকবার্তিকা বহনের পাশাপাশি সাহিত্য-সংকৃতি, ক্রীড়াক্ষেত্র সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অবিরাম সাফল্যের সোপান তৈরী করছে। উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক (বিএমটি, স্নাতক (বিএ, বিএসএস, বিএস-সি) সহ সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। কলেজটি অদূর ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে অনার্স, মাস্টার্স কোর্স চালুর মাধ্যমে অত্র এলাকায় শিক্ষা বিস্তারের মাধ্যমে বিশ্বমানের দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলবে |
Copyright © 2025 | Mymensingh College. Powered by: Anandasoft